How to disable Blogger Selector option

সিলেক্টর অপশন এটি ডিজেবল করলে করলে কেউ আপনার কন্টেন্ট এর কোন কিছু সিলেক্ট করে কপি করতে পারবেনা। তবে রাইট ক্লিক করে বা পেইজ সোর্সে গিয়ে কপি করতে পারবে।

কিভাবে রাইট ক্লিক পেইজ সোর্স ডিসেবল করবেন জানতে এখানে ক্লিক করুন।

সিলেক্টর ডিজেবল করতে প্রথমে নিচের কোডটি কপি করুন।


<script src='demo-to-prevent-copy-paste-on-blogger_files/googleapis.js'></script>
<script type='text/javascript'> if(typeof document.onselectstart!="undefined" ) 
{document.onselectstart=new Function ("return false" ); } else{document.onmousedown=new Function ("return false" );
document.onmouseup=new Function ("return false"); } </script>

তারপর লে-আউট অপশনে যান।


তারপর সাইডবারে একটি গেজেট এ্যাড করতে Add Gadget এ ক্লিক করুন


তারপর Html/Javascript এ ক্লিক করুন


তারপর এখানে কোডটি পেস্ট করে সেভ করুন


এখন সাইটটি রিফ্রেশ করে দেখুন আর কোনকিছু সিলেক্ট হচ্ছেনা।

আর অপনি টিউটোরিয়াল  আপলোড করেন তাহলে কিভাবে ভিজিটর আপনার দেওয়া কোড গুলো কপি করবে জানতে এখানে ক্লিক করুন।