অনেক সময় আমাদের ওয়েবসাইটের সাইটবার হাইড করার প্রয়োজন পরে। অথবা প্রোফেশনাল লুক দেওয়ার জন্য আমরা সাইটবার হাইড করতে চাই। কিন্তু Wordpress ওয়েবসাইটের মতো Blogger ওয়েবসাইটে কোন অপশন থাকেনা বলে আমরা সাইটবার হাইড করতে পারিনা

এখন প্রশ্ন আসে আসলেই কি Blogger ওয়েবসাইটে সাইটবার হাইড করা সম্ভব, আর সম্ভব হলে কিভাবে সম্ভব, তার জন্য কি জটিল কোন কোডিং লিখতে হয়?

উত্তরঃ হ্যা সম্ভব তাও একদম সহজ শুধু সাইডবার হাইড নয়, সাইডবার ডানদিকে অথবা বামদিকে যেদিকে খুশি নিতে পারবেন, তারজন্য জটিল কোন কোডিং এর দরকার নাই । শুধু মাত্র এই কোড গুলো টাইপ করে বা কপি পেস্ট করে।

Compose View মোডের জন্যঃ


সাইটবার হাইড করার জন্য full-width লিখে সিলেক্ট করে এখানে ক্লিক করুন


সাইটবার বামদিকে আনার জন্য left-sidebar লিখে সিলেক্ট করে এখানে ক্লিক করুন
সাইটবার ডানদিকে আনার জন্য right-sidebar লিখে সিলেক্ট করে এখানে ক্লিক করুন

Html View মোডের জন্যঃ


 <strike>full-width</strike> - সাইটবার হাইড করার জন্য

<strike>left-sidebar</strike> -সাইটবার বামদিকে আনার জন্য
<strike>right-sidebar</strike> -সাইটবার ডানদিকে আনার জন্য


কোনো কোনো থিমে এই কোডগুলো কাজ নাও করতে পারে সেজন্য Newsify অথবা UltraMag টেমপ্লেট ডাউনলোড করুন।