Embed Problem Solve

সমস্যাঃ অনেক সময় আমাদের পোষ্টের সাথে বিভিন্ন ডকুমেন্ট যুক্ত করতে হয়। ভিডিওর ক্ষেত্রে আমরা সাধারণত Embed/iframe ব্যাবহার করে থাকি। অনেক সময় Embed/iframe কোডিং লেখার পর সেভ নেয়না error দেখায়, অথবা সেভ হলেও কাজ করেনা।
কারনঃ আপনার সাইটটিতে যদি SSL সার্টিফিকেট Enable থাকে অর্থাৎ https হয় তাহলে SSL সার্টিফিকেট ছাড়া অর্থাৎ http কোন সাইটের কোনোকিছু Embed করতে পারবেন না। তাছাড়া যে সকল ওয়েবসাইটের Embed অপশন বন্ধ করা আছে বা কন্টেন্ট লক করা আছে সেগুলো Embed করতে পারবেন কিন্তু কাজ করবে না। তবে এমন ওয়েবসাইটের সংখ্যা খুবই কম।

সমাধানঃ আপনার যদি SSL সার্টিফিকেট ছাড়া অর্থাৎ http কোন সাইটের কোনোকিছু Embed করার একান্ত প্রয়োজন হয় তাহলে আপনার SSL সার্টিফিকেট Disable করুন।

Blogger Website এর ক্ষেত্রে ব্লগারে লগইন করে সেটিং এ ক্লিক করুন


তারপর স্কল করে নিচে নেমে এখানে ক্লিক করে Disable করুন।